অনলাইনে কেনাকাটা
বর্তমান
সময়ে অনলাইনে কেনাকাটা অনেকের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। কাজের ব্যস্ততা,
সময়ের স্বল্পতা কিংবা অসুস্থতা ইত্যাদির কারনে কেনাকাটার ক্ষেত্রে লোকজন অনলাইনে কেনাকাটার
দিকে ঝুঁকছে। পরিসংখ্যান বলে যে, বাংলাদেশে বর্তমানে বছরে প্রায় এক হাজার কোটি টাকার
মতো পণ্য অনলাইনে কেনা-বেচা হয়ে থাকে এবং এর পরিমাণ দিন দিন আরো বাড়ছে। চাহিদার সাথে
পাল্লা দিয়ে বাড়ছে ই-কমার্স সাইটের সংখ্যাও। সারা বাংলাদেশে ই-কমার্স ব্যাবসা পরিচালনা
করছে এমন ওয়েবসাইটের সংখ্যা প্রায় এক হাজার।
অন্যদিকে, ফেসবুকের মাধ্যমে অনলাইনে পণ্য কেনাবেচা করছে এমন ছোটবড় অনলাইন ব্যবসায়ীর
সংখ্যা প্রায় দশ হাজার। এ সংখ্যাটাও প্রতিনিয়ত বাড়ছে।
কিভাবে অনলাইনে কেনাকাটা
করা যায়
অনলাইন সাইটগুলো থেকে
কেনাকাটার মূল কাজ ৩ টি। এগুলো হচ্ছে-
সাইটটিতে রেজিস্ট্রেশন
করা, আপনার জিনিসটি যে ঠিকানায় আসবে, সেই ঠিকানাটি দেওয়া এবং আপনি কোন মাধ্যমে টাকা
প্রদান করবেন, তা দেওয়া।
অনলাইনে কোনো জিনিস যে নিয়মে কিনতে পারবেন, তা বিস্তারিত দেখুন।
অনলাইনে কোনো জিনিস যে নিয়মে কিনতে পারবেন, তা বিস্তারিত দেখুন।
অনলাইনে কেনাকাটা কেমন
সাইট থেকে করবেন
অনলাইনে
কেনাকাটা করার জন্য এতসব সাইট থাকলেও, যে কোনো সাইট থেকে কেনাকাটা করা ঠিক হবে না।
অবশ্যই কেনাকাটা করবেন বিশ্বস্ত এবং জনপ্রিয় সাইট থেকে। যেসব সাইটের এই ব্যবসায় যথেষ্ট
সুনাম রয়েছে। যেমন- দারাজ, প্রিয়শপ, অথবা ইত্যাদি সাইট। এ সকল সাইটগুলো রেজিস্টার্ডকৃত
এবং পুরস্কার প্রাপ্ত ই-কমার্স সাইট। তাই, শুধুমাত্র ফেসবুকে কিংবা অন্য কোনো সাইটে
পণ্যের সুন্দর সুন্দর ছবি দেখে আর গালভরা গল্প শুনে অনলাইনে কেনাকাটা করা ঠিক হবে না।
তবে কেউ যদি আপনার একান্ত পরিচিত কিংবা বিশ্বস্ত হয়, তবে তার নিকট থেকে পণ্য কিনতে
পারেন। আর কোনো সাইট থেকে পণ্য কেনার পূর্বে তাদের শর্তাবলি, ডেলিভারির সময় এবং চার্জ,
রিটার্ন পলিসি অর্থাৎ পণ্যটিতে যদি কোনো ত্রুটি থাকে, তবে ফেরত দেয়া যাবে কিনা ইত্যাদি জেনে নেওয়া ভালো।
বর্তমানে
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ৫ টি অনলাইন শপিং সাইট সম্পর্কে জানতে চাইলে দেখুন।